রাজধানীর পোস্তগোলা শ্মশানে এক মৃত নবজাতকের মাটিচাপা দেওয়া শিশুর মাথা বিচ্ছিন্ন করেছে পাঁচ কিশোর। মঙ্গলবার রাতে দল বেধে এই বিভৎস কাণ্ড ঘটায় তারা। পরে পাহারারত আনসার সদস্য ও জনতার সহায়তায় তাদের আটক তদের পুলিশ।
পরে আটক কিশোররা জানায়, অলৌকিক শক্তির অধিকারী হওয়ার আশায় এই কাণ্ড করেছে তারা। পুরান ঢাকার এক ব্যবসায়ীর নবজাতক গত সোমবার মারা গেলে শ্যামপুর শ্মশান ঘাটে তাকে সমাহিত করা হয়। আর গত রাতে মৃতদেহ তুলে ধারাল অস্ত্র দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে তারা। এরপর ছিন্ন মাথাটি ঘিরে তারা আরাধনা করতে থাকে।
পুলিশ শিশুটিকে আবারো সমাহিত করে আটক কিশোরদের থানায় নিয়ে আসে। তাদের সবার বাবা শ্মশান ঘাটের ডোম। এঘটনায় একটি মামলা করা হয়েছে।