logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২৯
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যাঞ্জেলিনা জোলি
অনলাইন ডেস্ক

 
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যাঞ্জেলিনা জোলি

সংগৃহীত ছবি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 

বুধবার দুপুর সোয়া একটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও জোলির বৈঠক করার কথা রয়েছে।

এর আগে, গত সোমবার ঢাকায় আসেন জোলি। ওই দিনই তিনি কক্সবাজার যান এবং টানা দু’দিন রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে আসেন। এসময় তিনি রোহিঙ্গাকে আশ্রয় ও অন্য সুবিধা দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com