logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১১
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি। ছবি:ইন্টারনেট

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস জানায়, ‘সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে গতকাল রাত ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে তার পত্নী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

ছয় দিনের এ সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ মাউন্ড এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা নেবেন।

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে প্রেস সচিব জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com