logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৪৮
ভেনেজুয়েলা থেকে সোনা না কিনতে তুরস্ককে চাপ
অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলা থেকে সোনা না কিনতে তুরস্ককে চাপ

ভেনেজুয়েলা থেকে সোনা ক্রয় না করার জন্য তুরস্ক সরকারের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চাপ দিচ্ছে।
শনিবার বিবিসি নিউজ অনলাইন তাদের এক খবরে এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলার সঙ্গে যেসব দেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে তার মধ্যে তুরস্ক অন্যতম। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে প্রচুর সোনা পাঠানো হয় তুরস্কে।
ইরানের ওপর অবরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের। সন্দেহ করা হচ্ছে, ভেনেজুয়েলা তুরস্কে যে সোনা রপ্তানি করে তার শেষ গন্তব্য হলো ইরান, যা যুক্তরাষ্ট্রের অবরোধের স্পষ্ট লঙ্ঘন।
ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশ। অন্যদিকে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক, রাশিয়াসহ কয়েকটি দেশ।
ভেনেজুয়েলার সাথে তুরস্কের সোনা বাণিজ্য আকাশছোঁয়া। গত বছর তুরস্কে ৯০০ মিলিয়ন ডলারের সোনা রপ্তানি করে ভেনেজুয়েলা। তুরস্কে এসব সোনাকে পরিশুদ্ধ করে অলঙ্কারে পরিণত করে ফের ভেনেজুয়েলায় পাঠানো হয়।
তবে সেগুলো যে ভেনেজুয়েলায় পুনঃরপ্তানি করা হয়, এমন কোনো তথ্য-দলিলাদি নেই। ফলে সন্দেহের জন্ম হয়েছে যে, তুরস্ক হয়ে এসব সোনার কিছু অংশ ইরানে চলে যায়, যা যুক্তরাষ্ট্রের অবরোধের লঙ্ঘন।

 

 

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com