logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫২
যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিস্ফোরণে যুবক নিহত
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিস্ফোরণে যুবক নিহত

উইলিয়াম ব্রাউন

যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে মুখে থাকা ই-সিগারেট বিস্ফোরিত হয়ে এক যুবক নিহত হয়েছেন। উইলিয়াম ব্রাউন (২৪) নামের এ যুবক গত ২৯ জানুয়ারি মার যান।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্রাউনের দাদি স্টার টেলিগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ওই যুবক যখন ই-সিগারেটটি কেনেন তখন তিনি একজন নিয়মিত ধূমপায়ী ছিলেন না। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। আর বিশেষ ধরনের এ সিগারেটটি ব্রাউনকে সহজে শ্বাস নিতে সাহায্য করবে, এ আশাতেই তিনি ই-সিগারেটটি কিনেছিলেন।

ব্রাউনের দাদি আরও জানান, গত ২৭ জানুয়ারি ই-সিগারেটটি টানার এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এর দুই দিন পর উইলিয়াম ব্রাউন মারা যান। ওই বিস্ফোরণে ই-সিগারেটের ভাঙা টুকরোর আঘাতে উইলিয়ামের ঘাড়ের বাঁ দিকের ধমনী ছিঁড়ে যায় এবং খুলিতে গিয়ে বিদ্ধ হয় বলে ডাক্তাররা তাকে জানিয়েছেন।

উল্লেখ্য, একই ধরনের একটি দুর্ঘটনায় গত মে মাসে ফ্লোরিডায় এক ব্যক্তি মারা যান। তালমাজে ডি’এলিয়া নামে ওই ব্যক্তি সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা ছিলেন। তার ই-সিগারেটটি বিস্ফোরিত হয়ে খুলিতে দুটি ফাটল তৈরি করে। সেই সঙ্গে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com