logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০৬
এমপিদের ফ্ল্যাট ও অফিস কক্ষ বরাদ্দে উপ-কমিটি
অনলাইন ডেস্ক

এমপিদের ফ্ল্যাট ও অফিস কক্ষ বরাদ্দে উপ-কমিটি

মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় এমপি ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে অফিস কক্ষ বরাদ্দ দেয়ার জন্য চার সদস্যের উপ-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের সংসদ কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।

চার সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন। অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, কাজী ফিরোজ রশীদ এবং ফজলে হোসেন বাদশা । বৈঠকে দ্রুততম সময়ে সরেজমিনে ফ্ল্যাট ও অফিস পরিদর্শন করে একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন- সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহবুব আরা বেগম গিনি, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ এবং বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন।

বৈঠকে এমপিদের ফ্ল্যাট এবং অফিস কক্ষের নিরাপত্তা জোরদার ও গণপূর্ত বিভাগের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি এমপিদের সার্বিক নিরাপত্তা বৃদ্ধিসহ প্রতিটি ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, ইন্টারকম ও টেলিফোন সংযোগ স্থাপন, এমপি ব্যতীত ফ্ল্যাটে অন্য কারো অবস্থান নিষিদ্ধকরণ, এমপিদের ফ্ল্যাট ও অফিসে দর্শনার্থী সংখ্যা নির্দিষ্টকরণ, রাত ১১ টার পর সদস্য ভবনে অবস্থান নিষিদ্ধকরণ, সংসদ লবিতে নাস্তা কিংবা খাবার পরিবেশন সীমিত করে শুধু চা-কফি পরিবেশন, ক্যাফেটেরিয়ার খাদ্যমান ও সার্বিক পরিবেশ উন্নত করার সুপারিশ করে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com