logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:২৪
কলকাতার পুলিশ কমিশনারকে শনিবার জেরা করবে সিবিআই
অনলাইন ডেস্ক

কলকাতার পুলিশ কমিশনারকে শনিবার জেরা করবে সিবিআই

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ফাইল ছবি

ভারতে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামীকাল শনিবার শিলঙে জেরা করবে সিবিআই। সেখানে থাকতে পারেন তৃণমূলের সাবেক এমপি কুণাল ঘোষও। জানা গেছে সিবিআইয়ের ১২ সদস্যের একটি দল জেরায় অংশ নেবে।

সম্প্রতি তাকে সিবিআই জেরা করতে গেলে তার প্রতিবাদে ধর্নায় (অবস্থান ধর্মঘট) বসে আলোড়ন সৃষ্টি করেন মমতা ব্যানার্জি। দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পর মমতা ধর্না তুলে নেন।

এদিকে, গত রবিবার রাতে কলকাতার ধর্মতলায় মমতার ধর্ণামঞ্চে থাকার অভিযোগে ৫ আইপিএস অফিসারের সব পুরস্কার ও পদক কেড়ে নিতে পারে ভারত সরকার। এরা হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বীরেন্দ্র, এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা বিনীত গোয়েল, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতীম সরকার এবং বিধাননগর কমিশনারেটের কমিশনার জ্ঞানবন্ত সিং। ভবিষ্যতে সিবিআই, এনআইএ, আইবি, ‘র’ এর মত কেন্দ্রীয় সংস্থাগুলিতে কাজ করার সুযোগও হারাতে পারেন তারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com