logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৭
মালদ্বীপে-৮০-বাংলাদেশি-আটক
অনলাইন ডেস্ক

মালদ্বীপে-৮০-বাংলাদেশি-আটক

মালদ্বীপে ইমিগ্রেশন ও পুলিশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ধরা পড়েছেন ৮০ জন বাংলাদেশি।

স্থানীয় সময় বুধবার মালদ্বীপের রাজধানী মালের মাজিদি মাগুর মসজিদুল জিকরা এবং মাভিয়া মাগুসহ মাফানু এরিয়ার গাডি ব্রু'র কাছে এই অভিযান চালানো হয়। শুক্রবার বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।

অবৈধ অভিবাসী কর্মীদের শনাক্ত করার জন্য মালদ্বীপ ইমিগ্রেশনের এটাই বছরের প্রথম অভিযান।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, আটক শ্রমিকদের হোলেমালের ইমিগ্রেশনের ডিটেনশন সেন্টারে নেওয়া হবে এবং যাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যাবে না, তাদেরকে প্রত্যাবাসন করা হবে।

গত ১৭ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ আহমেদ হোসেন (হানাফি) বলেছিলেন, বর্তমানে মালদ্বীপে ২ লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে, যার মধ্যে এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন বৈধ এবং ৬৩ হাজার অবৈধ।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com