logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৮
মোহাম্মদপুরে দোকান দখলে বাধা দেয়ায় কাউন্সিলরকে আ’লীগ নেতাদের হুমকি
অনলাইন ডেস্ক

মোহাম্মদপুরে দোকান দখলে বাধা দেয়ায় কাউন্সিলরকে আ’লীগ নেতাদের হুমকি

মোহাম্মদপুরে দোকান দখলে বাধা দেয়ায় কাউন্সিলরকে আ’লীগ নেতাদের হুমকি। ছবি- ইন্টারনেট

রাজধানীর মোহাম্মদপুরে দোকান দখলে বাধা দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে হুমকি-ধমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

মোহাম্মদপুরের কাঁটাসুরে নামাবাজারে দোকান দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নামাবাজারে ‘দোকান দখল’ করতে আসেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মাদ সেন্টু ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশ।

এ সময় সাধারণ দোকানদারের সঙ্গে সভাপতি-সেক্রেটারির সাঙ্গপাঙ্গরা দুর্ব্যবহার করলে তারা ফোনে বিষয়টি স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জানান।

এর পর আনুমানিক রাত ১০টা ২০ মিনিটে কাউন্সিলর রাজীব বাজারে আসলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতারা কাউন্সিলরকে নানা ধরনের হুমকি-ধমকি দেন।

স্থানীয়রা বলেন, উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ বজলুর রহমানের ইন্ধনেই সেন্টু আর পলাশ এমন আচরণের সাহস পেয়েছেন।

স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে দোকানদাররা আমাকে দখলের বিষয়টি জানান। এর পর তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে প্রতিবাদ করলে ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা আমার ওপর চড়াও হন এবং দেখে নেয়ার হুমকি দেন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, কমিশনারসহ আওয়ামী লীগের নেতাদের নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com