logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:১২
‘খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই’
অনলাইন ডেস্ক

‘খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দণ্ড দিয়েছেন আদালতকারাগারে পাঠিয়েছেন আদালতমুক্তি দিতে পারেন আদালত।

শুক্রবার দুপুরে রাজধানীর ধান‌মন্ডি‌তে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কা‌দের বলেন, ‘এই মামলা নিয়ে সরকারকে দোষারোপ করা একেবারেই অসত্য। এই মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

ডাকসু প্রাক্তন এই নেতা ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল নিয়ে বলেন, 'আমাদের প্রতিপক্ষরা যদি একটি জোট করতে চায়এখানে আমাদের একটি জোটের কথা ভাবতে হবে। সমীকরণটা হবে মেরুকরণটা কীভাবে হচ্ছেসেটা দেখে। ডাকসু নির্বাচন সামনে রেখে সমীকরণটা যেভাবে হবেসেই মেরুকরণ অনুযায়ী আমরা চিন্তাভাবনা করব।'

উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় ফরম বিক্রি ও জমাদানের বিষয়টি উল্লেখ করে কাদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে ২ হাজার ৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৮৫টি ফরম বিক্রি হয়েছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনদপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com