logo
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৩:৩৭
ভারতে গেলেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক

ভারতে গেলেন এরশাদ

চার দিনের সফরে দিল্লি গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের আমন্ত্রণে তিনি দেশটিতে সফরে গেলেন।

রবিবার সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জেড এয়ারলাইন্সের একটি বিমানে করে দিল্লির উদ্দেশে রওনা হন জাপা চেয়ারম্যান। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে বিদায় জানান।

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

আগামী ২৫ জুলাই বিকাল চারটায় এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com