আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:১৩
পুলিশি বাধায় টাঙ্গাইল জেলা বিএনপি বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
শনিবার দুপুরে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশী বাধায় শামছুর রহমান খান পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।এসময় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।