logo
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২১
কেন বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে?
অনলাইন ডেস্ক

কেন বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে?

একটা সময়ে বাংলাদেশ ছিল দরিদ্র এবং অধিক জনসংখ্যার দেশ। সঙ্গে ছিল অশিক্ষা এবং দুর্নীতি। দেশটিতে প্রায় আঘাত হানে দুর্যোগ এবং মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে সন্ত্রাসবাদ। কিন্তু এক সময় লাইফ সাপোর্টে থাকা বাংলাদেশের এই ব্যাঙ্গচিত্র এখন আর নেই। বর্তমানে বিশ্বের অধিকাংশ অর্থনীতিবিদ বলছে অর্থনীতিতে বাংলাদেশ পরবর্তী এশিয়ান টাইগার। গত বছর দেশটির প্রবৃদ্ধি ছিল ৭.৮ শতাংশ, যেখানে ভারতের ছিল ৮ শতাংশ আর পাকিস্তানের মাত্র ৫.৮ শতাংশ। বাংলাদেশের মাথাপিছু ঋণ ৪৩৪ ডলার, যেখানে পাকিস্তানের মাথা পিছু ঋণ ৯৭৪ ডলার। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ৩৫.৮ বিলিয়ন এবং পাকিস্তানের মাত্র ২৪.৮ বিলিয়ন। বাংলাদেশের কাছে পাকিস্তানের মত ভূ-কৌশলগত তেমন কোন সম্পদও নেই যেগুলো যুক্তরাষ্ট্র, চীন অথবা সৌদির কাছে বিক্রি করা যায়। এরপরেও বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অর্থনীতিতে বহু এগিয়ে।

কিন্তু কিভাবে বাংলাদেশ অর্থনীতিতে এমন এগিয়ে গেল এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক শিক্ষক পারভেজ হুদভয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের উপ-সম্পাদকীয়তে তিনি লেখেন, আজ বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভিন্ন দেশ কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের জাতীয় স্বার্থ আলাদা। বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের ভবিষ্যৎ দেখছে। রফতানি বাড়িয়ে, বেকারত্ব কমিয়ে, স্বাস্থ্যখাতে উন্নতি করে, বৈদেশিক ঋণ এবং সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে এবং মাইক্রো ক্রেডিটকে আরো প্রসারিত করে বাংলাদেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে ভারতের দ্বন্দ্ব কিংবা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে শরণার্থী নিয়ে বিরোধ থাকলেও বাংলাদেশ নিজেদের লক্ষ্য থেকে এক চুলও নড়ছে না।

এ দিকে পাকিস্তানের কাছে মানবসম্পদ উন্নয়ন বাংলাদেশের মত অগ্রাধিকার পায় না। দেশটির জাতীয় শক্তির বেশিরভাগ ব্যয় হয় ভারতের সঙ্গে শত্রুতা নিয়ে। ইরান এবং আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের দ্বন্দ্ব রয়েছে। পাকিস্তান সবসময় দাবি করে, ইরান এবং আফগানিস্তানকে সমর্থন দিয়ে আসছে ভারত। এই শিক্ষাবিদ বলেন, যদি বাংলাদেশের মত পাকিস্তানের উন্নতি করতে হয় তাহলে অবশ্যই দেশটিকে যুদ্ধ অর্থনীতি বাদ দিয়ে শান্তির অর্থনীতিতে বিশ্বাস করতে হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com