logo
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১১
আইসিইউতে-ভর্তি-কবি-আল-মাহমুদ
অনলাইন ডেস্ক

আইসিইউতে-ভর্তি-কবি-আল-মাহমুদ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এ খবর নিশ্চিত করেছেন আল মাহমুদের সহকারী আবিদ আজম।

তিনি জানান, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- সোনালী কাবিন, লোক লোকান্তর, কালের কলস, ইত্যাদি।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com