logo
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৩
কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করতে তিনি মঙ্গলবার সকালে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপু‌রের আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com