logo
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৫:০৯
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোস্তফা (৩২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোস্তফা রাজধানীর বনানীতে একটি কোম্পানির গাড়ি চালক ছিলেন।

রোববার সকালের দিকে এ দুর্ঘটনায় আহত হওয়ার পর মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালে মোস্তফার সহকর্মী শাহিন উদ্দিন মন্ডল জানান, বনানীর একটি কোম্পানির গাড়ি চালক ছিলেন মোস্তফা। থাকতেন খিলগাঁও এলাকায়। সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে অফিসে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার মোস্তফাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com