logo
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩১
জামায়াত-বিএনপি কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না: কাদের
অনলাইন ডেস্ক

জামায়াত-বিএনপি কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি-জামায়াত দুদলই সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আদর্শগতভাবে মিল থাকা বিএনপি-জামায়াত কেউ কাউকে ছাড়বে বলে আমার মনে হয় না।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা কৌশলগত কোনো বিষয় না, আদর্শগতভাবে জামায়াতও বিএনপিকে ছাড়বে অথবা বিএনপি জামায়াতকে ছাড়বে এমনটি আমার হিসেবে আসে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে কারা থাকলো না থাকলো তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তবে বেশ কয়েকটি দল স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাবে।

ডাকসু নির্বাচন নিয়ে বিএনপিতে টানাপোড়েন আছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপিতে টানাপোড়েন আছে। লন্ডনে পালিয়ে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলবে তাই করবে ছাত্রদল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com