logo
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৫
আমেরিকা-বাংলাদেশের অর্থনৈতিক সর্ম্পক রয়েছে
অনলাইন ডেস্ক

আমেরিকা-বাংলাদেশের অর্থনৈতিক সর্ম্পক রয়েছে

ঝিনাইদহে মার্কিন রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

আমেরিকা ও বাংলাদেশের মধ্যে জোরদার অর্থনৈতিক সর্ম্পক রয়েছে, যার প্রধান মাধ্যম কৃষি বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের গৌরিনাথপুর গ্রামের কৃষকদের ভুট্টাক্ষেত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত এসময় গ্রামের কৃষকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। ভুট্টাচাষে কৃষকদের আগ্রহের প্রশংসা করে তিনি বলেন, তারা কঠোর পরিশ্রম করেন। এতে করে বাংলাদেশ কৃষিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে ইউএসএআইডির ডেপুটি কান্ট্রি ডিরেকটর জেইনা সালাহী, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ পদস্থরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতকে স্বাগত জানান গ্রামবাসীরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com