logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০০
ভবনের নকশা অনুমোদনে ভোগান্তি কমছে
অনলাইন ডেস্ক

ভবনের নকশা অনুমোদনে ভোগান্তি কমছে

ফাইল ফটো

রাজউক,  সিডিএ, কেডিএভুক্ত এলাকার মতো স্থানগুলোতে ভবনের নকশা অনুমোদনে ভোগান্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৬ স্তরের অনুমোদন পাল্টে চার স্তরের করা হচ্ছে শিগগির। এতে আগের ১৫০ দিনের স্থলে মাত্র ৫৩ দিনে অনুমোদন মিলবে।

বিডার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা জানান গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী শ ম রেজাউল করিম। আগামী ১ মে থেকে এ নিয়ম চালু হবে বলে জানা গেছে।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্লেন চলাচল করে না, এমন এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে না। ১০ তলার কম ভবন নির্মাণে দরকার হবে না ফায়ার সার্ভিসের অনুমোদন।

এছাড়া পুলিশ, ডেসা, বিআইডব্লিটিএ, সিটি করপোরেশনের অনুমোদনের মতো এমন অনেক বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। অটোমেশনের মাধ্যমে ভবনের নকশা বা প্ল্যান পাস হবে ১৫০ দিনের স্থলে মাত্র ৫৩ দিনে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com