logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২৯
বাঘায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির ৩ নেতা
অনলাইন ডেস্ক

বাঘায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির ৩ নেতা

উপজেলা নির্বাচন। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে বিএনপির ৩ নেতা প্রার্থী হয়েছেন।

চেয়ারম্যান এবং ভাইস ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একাদশ জাতীয় নির্বাচনের পর বর্তমান নির্বাচন কমিশনের অধীন আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বাঘা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলম মামুন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মখলেচুর রহমান মকুল।

নারী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি।

আবদুল্লাহ আলম মামুন বলেন, আমি দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। ভোট যদি সুষ্ঠু হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হব।

আমি ২০০৯ সালের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলাম।

‘আমি তৃনমূলের ভালোবাসা থেকে ও নিজের ইচ্ছায় এবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি,’ বলেন তিনি।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মখলেচুর রহমান মকুল বলেন, ২০১৪ সালের নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে মাত্র ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম।

‘এবার আশা করছি নির্বাচিত হবো। তবে দল থেকে নির্বাচন করছি না। নিজের ইচ্ছা ও জনগনের ভালোবাসা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি।’

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা দিল আফরোজ রুমি বলেন, আমি বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে আছি। বিএনপি নির্বাচন করছে না। ফলে আমারও ইচ্ছা ছিলনা নির্বাচন করার।

‘কিন্তু জনগণ আমাকে আবারও চাচ্ছে তাই জনগনের দিকে তাকিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।’

এ ব্যাপারে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দলের নির্দেশনা অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত আগামী ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com