logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৫
শুধু মেধাবী দিয়ে দেশ পরিবর্তন হয় না: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

শুধু মেধাবী দিয়ে দেশ পরিবর্তন হয় না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

শুধু মেধাবীদের দিয়ে দেশ পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মেধার সঙ্গে যদি মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয় না ঘটে তবে তাদের দিয়ে কিছুই হয় না।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশ আজ বদলে গেছে। আর এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে উন্নত জাতি প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, বেতার এখনও গণমানুষের কাছে অন্য যেকোনো গণমাধ্যমের চেয়ে দ্রুত বার্তা পৌঁছে দেয়। আর একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বেতারের ভূমিকা অনন্য।

তাই বাংলাদেশ বেতারের মানসম্মত অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান মন্ত্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com