logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৮
বাংলাদেশে গণতন্ত্র নিয়ে পেন্টাগন শীর্ষ কমান্ডারের উদ্বেগ
অনলাইন ডেস্ক

বাংলাদেশে গণতন্ত্র নিয়ে পেন্টাগন শীর্ষ কমান্ডারের উদ্বেগ

ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডার চিফ অ্যাডমিরাল ফিলিপস ডেভিডসন। ছবি: সংগৃহী

বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডার চিফ অ্যাডমিরাল ফিলিপস ডেভিডসন। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কংগ্রেশনাল শুনানিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।খবর ইকোনোমিক টাইমসের।

ফিলিপস বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারার্থে দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছেন।

ডেভিডসন বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমন, সহিংস উগ্রপন্থা দমন, মানবিক সহযোগিতায় সমর্থন, ত্রাণ সহায়তা, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনসহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার বাংলাদেশ।দেশটিতে গণতন্ত্র হুমকির মুখে।

এসময় তিনি ৭ লাখ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে যে সংকট সৃষ্টি হয়েছে সে বিষয়েও আলোকপাত করেন।

এর কয়েকঘণ্টা আগেই কংগ্রেসম্যান ইলিয়ট এঙ্গেল নেতৃত্বে প্রতিনিধি পরিষদের ৬ জন প্রভাবশালী আইনপ্রণেতার উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একটি চিঠি লেখা হয়।

চিঠিতে বলা হয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য 'সময়মত যথাযথ প্রতিক্রিয়া' চান। নির্বাচনে ব্যাপক ধরপাকড় এবং ভোটারদের দমনের অভিযোগগুলো গুরুত্বসহ নেয়া উচিত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com