logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫৮
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটের সাজা হচ্ছে যুক্তরাষ্ট্রে
অনলাইন ডেস্ক

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটের সাজা হচ্ছে যুক্তরাষ্ট্রে

কুখ্যাত মাদ্রক সম্রাট হোয়াকিন 'এল চ্যাপো' গুজমান

মেক্সিকোর কুখ্যাত মাদ্রকসম্রাট হোয়াকিন 'এল চ্যাপো' গুজমানকে মাদক পাচারের ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মার্কিন ফেডারেল আদালত।

এ অভিযোগে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর রয়টার্সের।

বিশ্বের সবচেয়ে সংগঠিত মাদক পাচার ও অপরাধ চক্র সিনালোয়ার নেতৃত্ব দেয়া এবং সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগ আনা হয়েছিল গুজমানের বিরুদ্ধে এ মামলায় । আইনজীবীরা বলছেন, সিনালোয়াই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক সরবরাহ চক্র।

গুজমান মেক্সিকোর সুরক্ষিত কারাগার আল্টিপ্লানো থেকে দ্বিতীয়বার পালানোর পর তাকে ২০১৬ সালের জানুয়ারিতে ফের আটক করে পুলিশ।

ওই বছরই গুজমানকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এবং ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com