logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২৪
বিএনপি এখন তামাশার পাত্রে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক

বিএনপি এখন তামাশার পাত্রে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয় ঢাকতেই বিএনপি নানা অভিযোগ করছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনকে প্রহসন বলছে, তাদের অপপ্রচার জনগণ এবং বিশ্ব আমলে নিচ্ছে না। তারা এখন তামাশার পাত্রে পরিণত হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিদর্শন শেষে তিনি জানান, ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। তবে, ২০২০ সালের মধ্যেই জনগন এর সুবিধা পাবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের নির্মাণাধীন তিন সেতুর কাজ আগামী রোজার ঈদের আগেই শেষ হবে বলেও জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com