logo
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৩৫
শিক্ষকের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক

শিক্ষকের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

শিক্ষকদের অস্ত্র থাকলে স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্কুলে একজন কর্মীর কাছে অস্ত্র থাকলে ‘খুব দ্রুতই’ ফ্লোরিডার মতো সহিংসতার নিষ্পত্তি ঘটানো সম্ভব হবে।

 

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের একটি ভোজন কক্ষে প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ফ্লোরিডার কর্তা-ব্যক্তিদের অস্ত্রের ওপর নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান।

 

ফ্লোরিডায় ১৪ ফেব্রুয়ারির সহিংসতার শিকার শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা আর কখনও ঘটবেনা।
ট্রাম্প আরও বলেন, বন্দুকের ক্রেতার বিষয়ে ভালোমতো পর্যবেক্ষণ করেই তাকে ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘তোমাদের সঙ্গে যদি দক্ষ অস্ত্রচালক শিক্ষক থাকেন তাহলে এ ধরনের আক্রমণাত্মক পরিবেশকে তারা খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন।

 

এ সময় শিক্ষকদের অস্ত্র ব্যবহারে ট্রাম্পের প্রস্তাবে অনেকেই সমর্থন করেন।

 

তবে সহিংসতায় নিহতের পরিবারের কেউ কেউ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা জানান, ‘শিক্ষকের হাতে অস্ত্র তুলে দিয়ে এই সহিংসতা দূর করা সম্ভব নয়। স্কুলের একজন শিক্ষকের দায়িত্ব অনেক। তাই বলে সে এখন স্কুলের সামনে অস্ত্র হাতে তদারকি করবে তা মোটেও বাস্তবসম্মত নয়। আমরা চাই না স্কুলের ময়দানে আর কোনো বন্দুকের গুলির শব্দ শুনতে।’

 

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্কুলে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে ফ্লোরিডাতে এখনো এর প্রচলন হয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com