logo
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৬:০৯
বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য : রুশনারা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য : রুশনারা

বাণিজ্যসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত এমপি রুশনারা আলী রোববার (২২ জুলাই) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করে এ কথা বলেন।

শনিবার রাতে ঢাকা আসেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই তার এ সফর বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তার নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করেছিলেন। তবে, এবারের সফরে যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক এবং বানিজ্য বিষয়ে বেশ অগ্রগতি হবে বলে আশা করছে ঢাকা।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com