আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৩৫
শেখ-হাসিনাকে-স্লোভেনিয়ার-প্রধানমন্ত্রীর-অভিনন্দন
অনলাইন ডেস্ক
পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। বুধবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন পত্র পাঠায়।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মারজেন সারেক তার ব্যক্তিগত ও দেশটির পক্ষে এ অভিনন্দন জানান। সেই সঙ্গে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. মাইরো সিরার।