logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৪১
সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও হাসপাতালের কর্মীরা কক্ষগুলো চেক করছেন, আগুন আছে কি না। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। নিরাপদে সকল রোগীকে নামিয়ে আনা হয়েছে। প্রথমে আইসিইউর রোগীদের বের করে আনা হয়। জরুরি রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com