logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৩
সোহরাওয়াদীর্ হাসপাতালে আগুন
অনলাইন ডেস্ক

সোহরাওয়াদীর্ হাসপাতালে আগুন

রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়াদীর্ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার খবরে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

সোহরাওয়াদীর্ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ড আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের এই হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন।

এক রোগীর স্বজন বলেন, আগুনের কথা শোনার পর তিনি ধোঁয়া উড়তে দেখেন। এই পরিস্থিতি দেখে তিনি তার রোগীকে বাসায় নিয়ে গেছেন।

আরও অনেক রোগী আগুন আতঙ্কে বেরিয়ে আসেন বলে প্রত্যক্ষদশীর্রা জানিয়েছেন।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী আসিফ মাহমুদ অভি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোগীদের হাসপাতাল প্রাঙ্গণে নামিয়ে আনা হয়। আইসিইউতে থাকা রোগীদের পাশের অন্য হাসপাতালে নিতেও দেখা গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটার পরপরই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। সোয়া ৭টার দিকে বিদ্যুৎ ফিরে আসে।

আগুনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের এক কমর্চারী বলেন, নতুন ভবনের স্টোররুমে আগুনের সূত্রপাত হয়।

ফেসবুকে তোলা বিভিন্নজনের আগুনের ভিডিওতে সরকারি এই হাসপাতাল ভবনের নিমার্ণাধীন অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল।

আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তা নেভাতে কাজ করেন।

বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করলে কতর্ব্যরত কমর্কতার্ বলেন, অগ্নিনিবার্পক বাহিনীর পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com