logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৩৬
টঙ্গীর-এজতেমায়-আরো-দুই-মুসল্লীর-মৃত্যু
অনলাইন ডেস্ক

টঙ্গীর-এজতেমায়-আরো-দুই-মুসল্লীর-মৃত্যু

টঙ্গীর বিশ্ব এজতেমায় যোগদিতে আসা আরো দুই মুসল্লীর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এরা হলেন ফেনী জেলার শফিকুর রহমান (৫৫) ও কুষ্টিয়া জেলার সিরাজুল ইসলাম (৬৫)।

এ নিয়ে এজতেমা ময়দানে যোগদিতে আসা মুসল্লীর মৃত্যুও সংখ্যা দাঁড়ালো ৪ জনের। গত বুধ এবং বৃহস্পতিবারে আরো দুই মুসল্লী হৃদযন্ত্রেরক্রীয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন।

এজতেমার তত্ত্বাবধায়ক আদম আলী  জানান, ভোর ৫টার দিকে শফিকুর রহমান এবং গভীর রাতে সিরাজুল ইসলাম নিজ নিজ তাবুতে সাথীদের উপস্থিতিতে মৃত্যুবরণ করেন। এজতেমার চিকিৎসক জানান, তাদের দুই জনেরই হৃদরোগে মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মারা যান নাটোরের মোহাম্মদ আলী (৫৫) এবং বুধবার দিবাগত রাতে মারা যান ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার (৪০)।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com