logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৪৭
আশঙ্কাজনক হারে বরফ গলছে, বাংলাদেশও রয়েছে হুমকির মুখে
অনলাইন ডেস্ক

আশঙ্কাজনক হারে বরফ গলছে, বাংলাদেশও রয়েছে হুমকির মুখে

দিন দিন বাড়ছে পৃথিবীর উষ্ণতা। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায় বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে ধারণার চেয়ে বেশি গতিতে বরফ গলছে। যার কারণে সমুদ্রের উষ্ণতা ও উচ্চতা আগের তুলনায় ব্যাপক হারে বাড়ছে বলে হুঁশিয়ার করেছেন বিজ্ঞানীরা। (ডিবিসি নিউজ)

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পৃথিবীর অনেক দেশ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় দ্রুত গলছে গ্রিনল্যান্ড ও আটলান্টিকের বরফ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, ২০০৩ সালের পর বরফ গলার হার বেড়েছে চার গুণ। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। যার কারণে হুমকির মুখে মালদ্বীপ, বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের মায়ামি ও দক্ষিণ কোরিয়ার সাংহাইসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের বিভিন্ন এলাকা। ভৌগোলিক অবস্থান, অত্যধিক জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা ইত্যাদি কারণে বাংলাদেশের বিপন্নতা ভয়াবহ।

আটলান্টিক মহাসাগরের বিভিন্ন জায়গায় আগের তুলনায় অনেক বড় আকারের হিমবাহ গলে যাচ্ছে বলেও গবেষণায় উঠে আসে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে ২০১৩ সাল থেকে উদ্বেগ অনেক বেড়েছে। আর জলবায়ু পরিবর্তনে যুক্তরাষ্ট্রকে বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে বিভিন্ন জরিপে প্রকাশ পায়। গেলো ডিসেম্বরে পোল্যান্ডে হওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ ব্যাপকহারে কমানোর প্রতি জোর দেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে পদক্ষেপ নেয়া দেশগুলোর সহায়তায় ২০০ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করে বিশ্বব্যাংক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com