logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৪৪
বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বসছেন ড. কামাল
অনলাইন ডেস্ক

বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বসছেন ড. কামাল

বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন।

আজ রোববার বিকেল ৪টায় মতিঝিলের গণফোরাম অফিসে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরীসহ জোটের স্টিয়ারিং কমিটি এবং ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমস্বয় কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে দেশের বাইরে থাকার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে থাকতেছেন না।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম  বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর যে ভোট জালিয়াতি হয়েছে তা নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট গণশুনানির আয়োজন করেছে। গণশুনানি প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতাদের পদত্যাগ ও বহিষ্কারের বিষয়টি আলোচনা হবে বৈঠকে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে ঐক্যফ্রন্ট।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com