logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩৯
চিংড়ির ঘের খুঁড়তে বেরিয়ে এলো ৩২ গ্রেনেড
অনলাইন ডেস্ক

চিংড়ির ঘের খুঁড়তে বেরিয়ে এলো ৩২ গ্রেনেড

খুলনার পাইকগাছা উপজেলার লষ্কর ইউনিয়নে চিংড়ির ঘেরের মাটি কাটার সময় ৩২টি গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডগুলো উদ্ধারে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে গ্রেনেডগুলো সেখানে পাওয়া যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল শেখ জানান, লষ্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আবুল কালামের ঘেরের ভেড়ি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেড দেখা যায়। এলাকাবাসী গ্রেনেডগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গ্রেনেডগুলো দেখে উদ্ধারের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় এখানে পুঁতে রাখা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com