logo
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৭:০২
ই‌সির পদত্যাগ দা‌বি সুপ্রিম কোর্ট আইনজীবী স‌মি‌তির
নিজস্ব প্রতিবেদক

ই‌সির পদত্যাগ দা‌বি সুপ্রিম কোর্ট আইনজীবী স‌মি‌তির

আসন্ন তিন সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে সব প্রার্থীর প‌ক্ষে নির‌পেক্ষ ভূ‌মিকা গ্রহণে ব্যর্থতার অ‌ভি‌যো‌গ এনে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দা‌বি ক‌রে‌ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

 

র‌বিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ স‌ম্মেল‌নে এই দাবি ক‌রেন বিএন‌পিপ‌ন্থি আইনজীবী নেতারা।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন ব‌লেন, ‘তিন সিটি করপোরেশন (রাজশাহী, সি‌লেট ও ব‌রিশাল) নির্বাচনেই সরকার সমর্থকদের ছাড়া অন্যান্য প্রার্থীদের আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা বাড়িতে থাকতে দিচ্ছেন না। বিশেষ করে রাজশাহী সিটি করপোরেশনের আইন প্রয়োগকারী সংস্থা জামায়াতের একজন নায়েবে আমিরসহ বিএনপি-জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করছে।’

‌বিএন‌পির সহসভাপ‌তি জয়নুল আ‌বেদীন ব‌লেন, ‘এসব কর্মকাণ্ডে সরকারের সরাসরি সহায়তা এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা সমগ্র জাতিকে হতাশ করেছে। তাই তিন সিটি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের সবার পদত্যাগ দাবি করছি।’

সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, সহসম্পাদক এবিএম রফিকুল হক তালকুদার রাজা প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com