logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:২৪
যন্ত্রপাতি সচল ও ডাক্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

যন্ত্রপাতি সচল ও ডাক্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যন্ত্রপাতি সচল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডাক্তার এবং কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত- এগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে হাসপাতালের সেবার মান ভালো হয়ে যাবে। কারণ যন্ত্রপাতি নেই অথবা যন্ত্রপাতি আছে কিন্তু ডাক্তার নেই। তা হলে তো মানুষ হাসপাতালে সুচিকৎসা পাবে না। তাই যন্ত্রপাতি সচল ও ডাক্তারদের উপস্থিতির বিষয়টা নিশ্চিত করতে হবে।

রোববার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে 'কমিউনিটি পার্টিসিপেশন এ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনসিয়েটিভ' শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

দুপুর ১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য অর্থনীতির ডিজি ডা. আমনুল হাসান, এডিজি ডা. নাসিমা খাতুন, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মেয়র গাজী কামরুল হুদা সেলিম উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে যারা কাজ করছেন তাদের রোগীর সেবার ব্যাপারে কমিটেড হতে হবে। সর্বপরি তাকে কাজ করতে হবে। এর সাথে কমিউনিটিকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে পারলে আরো সুফল পাওয়া যাবে।

সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সেক্রেটারিয়েট দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে মন্ত্রী মানিকগঞ্জ সদর হাসপাতালের সিসিইউ ইউনিট উদ্বোধন করেন এবং হাসপাতাল পরিদর্শন করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com