logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৩৯
ছয় উপসচিব পদে রদবদল
অনলাইন ডেস্ক

ছয় উপসচিব পদে রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছয়জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (উপসচিব) চার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হুমায়ুন কবিরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর, মাদারীপুরের প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের অধীনে ডা. মো. শহীদ আতাহার হোসেনকে ১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক এবং মো. মোশারফ হোসেনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি ইউনিট সম্প্রসারণ প্রকল্পের পরিচালক পদে বদলি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরাধীন ছয়টি অফিস পুনঃনির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের পরিচালক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. ইলিয়াছ হোসেনকে বদলি করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চলমান দুটি প্রকল্পে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। ড. মুহাম্মদ আনোয়ার হোসেনকে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জগদীশ চন্দ্র সরকারকে মোহনগঞ্জ উপজেলার শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক পদে বদলি করা হয়েছে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com