logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৮
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারী এমপিদের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারী এমপিদের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে এমপি হিসেবে শপথ নেয়ার পর দুপুরে তারা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবে দাঁড়িয়ে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান তারা।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আওয়ামী লীগের ৪৩, ওয়ার্কার্স পার্টির ১, স্বতন্ত্র ১ এবং জাতীয় পার্টির চারজন জনসহ মোট ৪৯ জন শপথ নেন। তবে বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদের একটি আসন শূন্য রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com