logo
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৭:৪৭
কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত সোমবার
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত সোমবার

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় থাকা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল সোমবার। আজ রোববার শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের বেঞ্চে আাদেশের জন্য এ দিন ধার্য করেন।

এদিকে কুমিল্লার হত্যা মামলায় আজ শুনানি হয়নি। এ বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী এহসানুর রহমান। ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com