logo
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০০
উদ্যোক্তা হাটে দুই হাজার টাকায় পেমেন্ট গেটওয়ে
অনলাইন ডেস্ক

উদ্যোক্তা হাটে দুই হাজার টাকায় পেমেন্ট গেটওয়ে

মাত্র দুই হাজার টাকায় অনলাইন পেমেন্ট গেটওয়ে দিচ্ছে ‘আমার পে’। রাজধানীর ধানমন্ডিতে তিনদিনব্যাপি উদ্যোক্তা হাটে এই অফার পাওয়া যাচ্ছে।

‘আমার পে’ এর কর্মকর্তা সানজিদা আলী জানান, উদ্যোক্তা হাট উপলক্ষে আমার পে'র সকল পেমেন্ট গেটওয়ে ৫০% ছাড়ে পাওয়া যাচ্ছে। যে কোন উদ্যোক্তা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে হাট থেকেই এই অফার নিতে পারবেন।

২০১৫ সালে যাত্রা শুরু করা আমার পে বর্তমানে ২০০ এর বেশি মার্চেন্টকে সেবা দিচ্ছে বলে জানান সফট টেক ইনোভেশন লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারোয়ার।

তিনি বলেন, আমার পে এর মাধ্যমে সকল ভিসা, মাস্টার কার্ড এবং অন্যান্য কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করা যায়। ঘরে বসেই পরিশোধ করা যায় বিশ্ববিদ্যালয়ের কোর্স, রেজিস্ট্রেশন ও ইউটিলিটিসহ নানা ফি।

শুক্রবার ধানমণ্ডির ২৭ নম্বরে ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে শুরু হওয়া এই হাট আগামী রোববার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট খোলা থাকবে। এতে ৫০টি স্টলে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রি করছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com