logo
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৪৮
চকবাজার অগ্নিকাণ্ডে সৌদি বাদশা ও যুবরাজের শোক
অনলাইন ডেস্ক

চকবাজার অগ্নিকাণ্ডে সৌদি বাদশা ও যুবরাজের শোক

পুরান ঢাকার চকবাজারে রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ করেছেন।

সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক সালমান রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো শোক বার্তায় বলেন, ‘আমরা ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি, যাতে বহু সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন।’

‘আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি,’ যোগ করেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রপতি হামিদের কাছে যুবরাজ মোহাম্মদ তার পাঠানো শোক বার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com