logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১০
ছয় মাসে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ২,৭৩৪ কোটি টাকা
অনলাইন ডেস্ক

ছয় মাসে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ২,৭৩৪ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও তুলনামূলকভাবে ‘ভালো’ অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্পাদিত চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৮) ব্যাংকটির অর্জন আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও আলোচ্য সময়ে ব্যাংকটির কৃষি খাতে ঋণ বিতরণের চিত্র হতাশাজনক এবং এসএসমই খাতেও ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অন্যদিকে গত তিন বছরের মধ্যে এবারই প্রথম সোনালী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়, রীট মামলার সংখ্যা ও লোকসানী শাখা কমিয়ে আনা ইত্যাদি ক্ষেত্রেও অবস্থার তুলনামূলক অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ১ হাজার ৫৭৩ কোটি ৫১ লাখ টাকা। এ সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬০০ কোটি ১৯ লাখ টাকা। এর আগে গত সেপ্টেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ১৭৩ কোটি ৭০ লাখ টাকা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী, চলতি অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু মাত্র ছয় মাসেই খেলাপি ঋণের স্থিতি লক্ষ্যমাত্রার চেয়েও কমিয়ে এনেছে ব্যাংকটি।
প্রসঙ্গত: তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯ হাজার ৩৪২ কোটি টাকা। পরের অর্থবছরে (২০১৬-১৭) ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৪৪২ কোটি টাকা। গত বছর (২০১৮) জুন শেষে এটি আরও বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৩৩৫ কোটি টাকা। সে হিসাবে, ছয় মাসে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৩৪ কোটি ৮১ লাখ টাকা।
অন্যদিকে কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী, চলতি অর্থবছরে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৯০০ কোটি টাকা এবং অবলোপনকৃত ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে আদায় করেছে যথাক্রমে ৬১৪ কোটি ২৮ লাখ টাকা (লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ২৫ শতাংশ) এবং ৮৭ কোটি ১৬ লাখ টাকা (লক্ষ্যমাত্রার ৪৩ দশমিক ৫৮ শতাংশ)
কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী, বার্ষিক ৮৩০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে সোনালী ব্যাংক বিতরণ করেছে ৯৮ কোটি ৩৮ লাখ টাকা (লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৮৫ শতাংশ) এবং বার্ষিক ১ হাজার ৭০০ কোটি টাকা এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ৬৮০ কোটি ৪৮ লাখ টাকা (লক্ষ্যমাত্রার ৪০ দশমিক ০৩ শতাংশ)।
অন্যান্যের মধ্যে গত জুলাই-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংকটি ১ হাজার ৩৪৯ কোটি টাকা পরিচালন মুনাফা (বার্ষিক লক্ষ্যমাত্রা ১ হাজার ৪০০ কোটি টাকা) অর্জন করেছে; লোকসানী শাখা কমিয়েছে ৯৩টি (লক্ষ্যমাত্রা ২০০টি) এবং রীট মামলার নিষ্পত্তি করেছে ৩১ দশমিক ৯০ শতাংশ (লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ)।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সোনালী ব্যাংকের পাঁচটি সমস্যা ও চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছেÑ ব্যাংকের শ্রেণীকৃত ঋণের আধিক্য, গুণগত মানম্পন্ন ঋণ বাড়ানোর ক্ষেত্রে শ্লথগতি ও শ্রেণীকৃত ঋণ থেকে আদায় বাড়ানো; ব্যাংকের গ্রাহক সেবার মানোন্নয়ন ও তথ্য প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা; মুনাফা অর্জনের মাধ্যমে আর্থিক ভিত শক্তিশালীকরণ; আর্থিক অন্তর্ভূক্তি বাড়ানোর মাধ্যমে ব্যাংকিং সেবার আওতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে শুদ্ধাচার নীতি পরিপালনসহ ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com