logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৩৬
চীনের সমর্থনের কারনে চাপ মানছে না মিয়ানমার : মোমেন
অনলাইন ডেস্ক

চীনের সমর্থনের কারনে চাপ মানছে না মিয়ানমার : মোমেন

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি চীনের সমর্থন থাকায় দেশটির ওপর যতোই চাপ দেয়া হোক না কেন, দেশটি কোনো কিছুই মানছে না। রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে মিয়ানমার বাংলাদেশের সাথে খেলার মধ্যে আছে।

রোববার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত রোহিঙ্গা ইসুতে বিতর্ক প্রতিযোগিতায় যোগ এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, মিয়ানমার বাংলাদেশের কোন কথাই শুনছে না। তারা কোন চুক্তিও মানছে না। এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। কারন মিয়ানমার যেসব অজুহাত দেখাচ্ছে তার মধ্যে এখনো সেখানে প্রত্যাবাসনে নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছি। রোহিঙ্গাদের জন্য আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড রক্ষা করতে হবে। না হলে আপনারাই বলবেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

তিনি আরও বলেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কবে নাগাদ ভাসানচরে স্থানান্তরিত করা হবে তার সময়সূচি এখনো নির্ধারণ করা যায়নি। এই রোহিঙ্গাদের জন্যই আমাদের বনাঞ্চল ধ্বংস হচ্ছে। পরিবেশ ও প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে। রোহিঙ্গা সংকটের মতো শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববাসীর কাছে রোল মডেল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com