শ্রেষ্ঠ চলচ্চিত্র: দ্য গ্রিনবুক
শ্রেষ্ঠ পরিচালক: আলফানসো কুয়ারন
শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (পুরুষ): র্যামি মালেক
শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (নারী): অলিভিয়া কোলম্যান
২০১৯ সালের ৯১তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দ্যা গ্রিনবুক। এছাড়াও ‘রোমা’ চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতলেন আলফানসো কুয়ারন। কিংবদন্তী ব্রিটিশ সঙ্গীতশিল্পী ফ্রেডি মারকিউরির ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন র্যামি মালেক। র্যামি আরব বংশোদ্ভূত প্রথম অভিনেতা যিনি অস্কার জিতলেন।
এর আগে ‘লরেন্স অফ এরাবিয়া’ চলচ্চিত্রের জন্য ওমর শরীফ অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার জন্য মনোনীত হলেও পুরস্কার জিততে পারেনি। দ্যা ফেভারিট চলচ্চিত্রে রানী অ্যানের চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান।