logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩৪
মতিঝিল শাপলা চত্বরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক

মতিঝিল শাপলা চত্বরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ওই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মতিঝিল শাপলা চত্তরে অবস্থান নেয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মতিঝিল থানা পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, সেন্ট্রাল উইমেন্স কলেজের উপাধ্যক্ষ্যের বহিস্কারের দাবিতে শিক্ষার্থীরা শাপলা চত্বরে অবস্থান করছেন।

ওই কলেজের বহিস্কৃত অধ্যক্ষ মো. ইফতেকার আলী ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি জানিয়ে উপাধ্যক্ষের বহিস্কার চেয়ে আজ শিক্ষার্থীরা রাস্তায় নামে।

তিনি বলেন, এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মো. ইফতেকার আলীকে বহিস্কার করে বিদ্যাপীঠটির ম্যানেজিং কমিটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান করছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com