logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৫৭
রাজধানীতে ট্রাফিক অভিযানে একদিনে ৩৩ লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

রাজধানীতে ট্রাফিক অভিযানে একদিনে ৩৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ৫৪৭টি মামলা ও ৩৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩১টি গাড়ি ডাম্পিং ও ৮২৭টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল রোববার দিনভর এ অভিযান চলে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১০২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৫২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৭৯৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২৭টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২টি ভিডিও মামলা দেয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com