logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৩
যুদ্ধপরাধীদের সঙ্গে থাকায় মানুষ বিএনপিকে ত্যাগ করেছে, বলেছেন ডা: হাবিব মিল্লাত
অনলাইন ডেস্ক

যুদ্ধপরাধীদের সঙ্গে থাকায় মানুষ বিএনপিকে ত্যাগ করেছে, বলেছেন ডা: হাবিব মিল্লাত

ফাইল ছবি

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা: হাবিব মিল্লাত বলেছেন, এবার নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ৭০ সালের মতো নির্বাচিত করেছে। যুদ্ধপরাধীদের সঙ্গে থাকায় মানুষ বিএনপিকে ত্যাগ করেছে। রোববার ডিবিসির রাজকাহনে এ কথা বলেন তিনি।
হাবিব বলেন, আমরা এবার নির্বাচনে দেখেছি জনগনের কিভাবে একটি দলকে ত্যাগ করে, নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীর হার দেখে আমাদের তাই মনে হচ্ছে। তিনি বলেন জামায়াতের সঙ্গে বিএনপির একাকার হওয়া, বিএনপির মনোনয়ন বাণিজ্য, একাধিক প্রার্থী, নিজেদের মধ্যে অনৈক্য থাকায় এই নির্বাচনে তাদের হার। জামায়াতকে তারা এবার ধানের শীষ দিয়েছে। জামায়াত ৭১ সালে বাংলাদেশের বিরোধীতা করেছে। পাকিস্তানে সঙ্গে থেকে এদেশের মানুষের ওপর নির্যাতন করেছে, তরুণ প্রজন্ম মেনে নিতে পারে নাই। স্বাধীনতা বিরোধীদের এদেশে কোন দিন জায়গা হবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি মনে করে কোন দলকে ভোট দিবে তারা প্রাণখুলে ভোটদেয় এবং এবারের নির্বাচনে সেটাই হয়েছে। ২০১৮ সালে নির্বাচনে মানুষ ৮০ শতাংশ ভোট দিয়েছে,৭০ সালের নির্বাচনে তাই হয়েছে, এটা কোন নতুন কথা না। ২০০১ সালে বিএনপি ৭৫ শতাংশ ভোট পেয়েছিলো। মানুষ যখন যাকে চাইবে ক্ষমতায় দেখতে তারা যেকোন কিছুর বিনিময়ে সেই দলকে ক্ষমতায় বসাবেই। এবারের নির্বাচনে সেটাই হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com