রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ বিশিলে একটি ভবনে এসি থেকে আগুন লেগে দগ্ধ হয়ে লিজা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর নিহত হয়েছে। সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বিশিল ১৮৭নং বাসার ৫নং রোড জোহরা গার্ডেনের সপ্তম তলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক এসআই ইসরাফিল হোসেন জানান, ওই ভবনে এসি থেকে আগুন লেগে দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, বাসায় গৃহকর্তা ও গৃহকর্ত্রী কেউ ছিলো না। নিহতের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জ গ্রামের নজরুল ইসলামের মেয়ে।