logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২৪
নাচোলে জিহাদি বইসহ ২ জঙ্গি গ্রেফতার
অনলাইন ডেস্ক

নাচোলে জিহাদি বইসহ ২ জঙ্গি গ্রেফতার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার মধ্যরাতে নাচোল উপজেলার অঝই’র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে কিছু জিহাদি বই, হ্যান্ডনোট ও লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন- বাইরুল ইসলাম (৩৪) ও শফিকুল ইসলাম (৪৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কমান্ডার আব্দুল্লাহ সাইদ জানান, গোপন বৈঠকের সময় সোমবার রাত দেড়টার দিকে র‌্যাবের অপারেশন দল অঝই’র এলাকার একটি নির্জন স্থান থেকে রাইরুল ও শফিকুলতে গ্রেফতার করে। তবে এ সময় কয়েক জঙ্গি পালিয়ে যায়। অভিযানে জেএমবি’র ওই দুই সদস্যের কাছ থেকে কিছু জিহাদি বই, হ্যান্ডনোট ও লিফলেট জব্দ করা হয়। গ্রেফতার ২ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com