logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৩০
সোলার বিদ্যুতে চলবে ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক : বিদ্যুত প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক

সোলার বিদ্যুতে চলবে ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক : বিদ্যুত প্রতিমন্ত্রী

সারাদেশে ব্যাটারি চালিত অটোরিক্সা/ইজিবাইকের ব্যাটারী চার্জের মাধ্যমে বিদ্যুত অপচয় রোধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাটারী চালিত অটোরিক্সা/ইজিবাইকের ব্যাটারী চার্জ করার জন্য সোলার চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে ৬টি বিভাগীয় শহরে সোলার চার্জিং স্টেশন স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ২০টি সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সরকারি দলের ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৭ লাখের অধিক গ্রাহককে পোস্ট পেইট মিটার হতে প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে। আশা করা যায়, শহর এলাকায় ২০২১ এবং গ্রাম এলাকায় ২০২৫ সালের মধ্যে সকল বিদ্যুত গ্রাহককে প্রি-পেইড মিটারের সুবিধার আওতায় আনা সম্ভব হবে।

সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমানার বিরোধী নিষ্পত্তির পর তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে গভীর ১৫টি ও অগভীর ১১টি মোট ২৫টি ব্লকে ভাগ করা হয়েছে। অগভীর সমুদ্রের ৩টি এবং গভীর সমুদ্রের ১টি মোট ৪টি ব্লকে ৪টি উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি)’র আওতায় ৫টি আন্তর্জাতিক তেল কোম্পানী তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত রয়েছে।

সরকারি দলের ইউসুফ আবদুল্লাহ হারুনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে উৎপাদন ক্ষমতা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানীসহ ২০ হাজার ৮৫৪ মেগাওয়াট। বর্তমানে শীতকালীন সময়ে চাহিদা কম থাকায় গড়ে প্রতিদিন ৯ হাজার থেকে সাড়ে ৯ হাজার বিদ্যুত উৎপাদিন হচ্ছে।

তিনি জানান, সবার জন্য বিদ্যুত সুবিধা নিশ্চিত করতে গৃহীত পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১৮ অনুযায়ী ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com