logo
আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১১:৩৫
রাজধানীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

 রাজধানীর বিমানবন্দর এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রিয়াজ (৩৮)। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। তিনি গুলশান এলাকায় থাকতেন।

সোমবার ভোর ৪টার দিকে রুপায়ন টাওয়ারের সামনে দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার এসআই শ্রীদাম জানান, ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংর্ঘষে অটোরিকশা চালক রিয়াজ আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৫টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com